করণদিঘি, ৮ মে (হি.স.) : বাইকের সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। জানা গিয়েছে, মৃতের নাম আব্দুক রসিদ (৫৪)। বাড়ি করণদিঘি থানার মহেশপুর গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সোমবার করণদিঘি থানা এলাকার মহেশপুরে বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয় আব্দুক রসিদ নামে ওই ব্যক্তির। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ছোট গাড়ি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় করণদিঘি থানার রসাখোয়া ক্যাম্পের পুলিশ। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে করণদিঘি গ্ৰামীণ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।