কলকাতা, ৮ মে (হি. স.) : নবান্নর নিয়ন্ত্রণকক্ষে সাহায্যপ্রার্থী ১৮ পড়ুয়াকে মণিপুর থেকে সোমবার উড়িয়ে আনা হল কলকাতায়।
এদিন তথ্য ও সংস্কৃতি দফতর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে লিখেছে, “নবান্ন কন্ট্রোল রুমে দুর্দশার খবর পাওয়ার পর, পশ্চিমবঙ্গের ১৮ জন ছাত্রকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। এরা
ইম্ফল-এর সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির কলেজ অফ এগ্রিকালচারের অধ্যয়নরত। পশ্চিমবঙ্গের সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে
সরকারি উড়ান 6E 3219 অবতরণ করেছে।
মণিপুরের স্থানীয় প্রশাসন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ইম্ফল বিমানবন্দর পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতে যানবাহন দিয়ে করেছে। শিক্ষার্থীরা বিএসসি/এমএসসি/পিএইচডি করছিলেন। কলকাতা থেকে নিজ নিজ বাসভবনে যাতায়াতের ব্যবস্থাও করেছে রাজ্য সরকার।