করিমগঞ্জের চুড়াইবা‌ড়ি‌ চেকগেটে উদ্ধার দুই কো‌টি টাকার নেশাজাতীয় কফ সিরাপ, গ্রেফতার দুই

বাজা‌রিছড়া (অসম), ৭ মে (হি.স.) : উত্তরপ্রদেশ থে‌কে অস‌মের ৮ নম্বর জাতীয় সড়ক ধ‌রে ত্রিপুরায় পাচা‌রের প‌থে করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবা‌ড়ি‌তে ধরা পড়েছে প্রায় দু কোটি টাকার নেশার কফ সিরাপ বোঝাই ছয় চাকার একটি ল‌রি। নেশাদ্রব্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হ‌য়ে‌ছে গা‌ড়ির চালক ও সহ-চাল‌ককে। ধৃত‌দের যথাক্রমে উত্তরপ্রদে‌শের মোরাদাবাদের কাঁথরোড সিভিল লাইনের জনৈক রাকেশ শর্মার ছেলে মায়ঙ্ক শর্মা এবং প্রয়াত হাবিব মিয়াঁর ছেলে বিশাল মিয়াঁ বলে পরিচয় পাওয়া গেছে।

চুড়াইবা‌ড়ি পুলিশ ওয়াচ পোস্টের নবাগত ইনচার্জ প্রণব মি‌লি জানান, শ‌নিবার মধ্যরা‌তে ইউপি ২১ বিএন ১৪০৪ নম্ব‌রের খুচ‌রো পণ্য সামগ্রী বোঝাই ল‌রি‌টি চুড়াইবা‌ড়ি আন্তঃরাজ্য সীমান্তে চেকগেটে আসার পর গা‌ড়ি‌টি‌তে তালা‌শি চালান তাঁরা। তালাশি চালিয়ে বি‌ভিন্ন পণ্য সামগ্রীর তলা থেকে ৩৫৩ কার্টু‌নে ৩৫ হাজার ৩০০ শিশি নেশার কোডাইন ফসফেট সিরাপ উদ্ধার হয়। উদ্ধারকৃত কফ সিরাপগুলির বাজারমূল্য দুই কো‌টি টাকা হ‌বে।

তিনি জানান, রাতে তা‌দের‌ বাজা‌রিছড়া থানায় আট‌কে রে‌খে জেরা করা হয়। জেরায় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে ধৃত‌দের বিরু‌দ্ধে পু‌লিশ সু‌নি‌র্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু ক‌রে‌ছে।