কলকাতা, ৭ মে (হি. স.) : শহরের ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর দিল কলকাতা মেট্রো রেল । সোমবার মধ্যরাতেও চলবে মেট্রো । আগামীকাল ইডেনে কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংসের খেলা রয়েছে। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। ম্যাচ শেষে দর্শকদের যাতে বাড়ি ফিরতে অসুবিধা না হয়, সে কারণেই এই বিশেষ ব্যবস্থা।
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, সোমবার রাত ১২টা ১৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে ছেড়ে মেট্রোটি দক্ষিণেশ্বর পৌঁছবে রাত ১২টা ৪৮ মিনিটে। এসপ্ল্যানেড থেকে আর একটি মেট্রো ওই একই সময়ে কবি সুভাষের উদ্দেশে রওনা হবে। সেটি কবি সুভাষে পৌঁছবে রাত ১২টা ৪৮ মিনিটে।
এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর যাওয়ার পথে ২টি মেট্রো সব স্টেশনেই থামবে। শুধুমাত্র এসপ্ল্যানেড স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে। যাত্রীরা সেখান থেকে স্মার্ট কার্ড, টোকেন কিনতে পারবেন। কলকাতায় যে দিন আইপিএলের ম্যাচ থাকছে, সে দিনই মিলছে এই পরিষেবা।
এর আগে যতগুলি ম্যাচ হয়েছে ইডেনে, তার জন্যও বিশেষ মেট্রো চালানো হয়েছিল। সোমবার অর্থাৎ ৮মে-র ম্যাচের পর আবার কলকাতায় ম্যাচ রয়েছে ১১ মে এবং ২০ মে। প্রতিদিনই রাতের ম্যাচগুলি শেষে ইডেনে খেলা দেখতে আসা ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ মেট্রো চালাবে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগেও বিভিন্ন সময়ে বিশেষ বিশেষ দিনগুলিতে কলকাতা মেট্রোর তরফে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হয়েছে। দুর্গাপুজোর সময়ে বা বইমেলার সময়ে, এমনকী যুবভারতীতে গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচের সময়েও বিশেষ মেট্রো পরিষেবা দিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

