নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ মানসিকতা ইতিবাচক রাখতে হবে৷ অব্যাহত রাখতে হবে দলীয় শৃঙ্খলা ও দায়িত্ব৷ সরকার স্বচ্ছতাঁর সঙ্গে কাজ করছে৷ এই ব্যাটেন আগামীর হাতে তুলে দিয়ে যেতে চায় সরকার৷ রবিবার রবীন্দ্রভবনে ভারতীয় যুব মোর্চার সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷
কমিউনিস্ট পার্টির উল্লেখ করে কটাক্ষ করেন তাদের দলে এখন আর যুব অংশের নেতৃত্ব নেই৷ বয়স্করাই যুব বলে নিজেদের প্রচার করেন৷ সমাজবাদের তথ্য দিতে দিতে তারা এখন সমাজের শত্রু হয়ে গেছেন৷ রবিবার রবীন্দ্রভবনে ভারতীয় যুব মোর্চার সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ সমস্ত যুবক এখন বিজেপি-র পাশে এসে মিলিত হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বিশ্বাস ও আস্থা থেকেই যুবরা বিজেপিতে সামিল হচ্ছে বলে জানান তিনি৷ এখন যুবকরা ভবিষ্যৎ দেখেন তাঁর মাধ্যমে৷ এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, বিজেপি-র রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য বিজেপি-র রাজ্য নেতৃত্ব৷ এদিন সারা রাজ্যের যুব কার্যকর্তাদের সম্মাননা প্রদান করা হয়৷
2023-05-07