নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ প্রকাশ্য দিবালোকে এক জুয়েলারি দোকানের মালিকের সোনা গয়না সহ বেগ নিয়ে পালালো চোর৷ ঘটনা খোয়াইয়ের টি কে ডি কে রোডস্থিত সোনারতরী হোটেল সংলগ্ণ সন্ধ্যা জুয়েলারীতে৷দোকানের মালিক ঘটনার বিবরন দিতে গিয়ে জানান, দোকান খুলে জল আনতে যায় চানু বনিক৷ মুহূর্তেই এসে দেখে তার স্বর্নের বেগটি উধাও হয়ে গেছে৷ তৎক্ষনাৎ, এই ঘটনা প্রত্যক্ষ করার পর উনার চিৎকারে পার্শবর্তি দোকানদার থেকে শুরু করে এলাকাবাসী ছুটে আসে৷ পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ৷ লক্ষ্যনীয় বিষয় প্রকাশ্য দিবালোকে এক জুয়েলারি দোকানের মালিকের সোনা গয়না সহ বেগ চোর নিয়ে পালালেও কারোও নজরেই তা ধরা পড়েনি৷ এই ঘটনায় এলাকায় গভীর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
2023-05-07

