আন্দোলন ছাড়াই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন ঘটছে :মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷  আন্দোলন ছাড়াই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন ঘটছে৷ তবে কিছু সুবিধাবাদী আছেন যারা সুযোগ বুঝে নিজেদের প্রচার করতে চায়৷ দেশ ঠিক থাকলে সব কিছু ঠিক থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷মুখ্যমন্ত্রী রবিবার অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেড্রেশন ত্রিপুরা শাখা উদ্যোগে রক্তদান শিবিরের উদ্বোধন করেন৷ আগরতলা প্রেস ক্লাবে এই শিবিরের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী আরও বলেন, ব্যাঙ্ক কর্মীদের বিশেষ মর্যাদার জায়গায় দেখা হয়৷ কিন্তু এখন কাজের চাপ এতটাই বেশী যে অনেকেই ভি আর এস নিয়ে চলে যায়৷ দেশের অর্থনীতি ব্যাঙ্ক কর্মীদের উপর নির্ভর করে৷ মাঝে মাঝে আন্দোলনে সামিল হন৷ তবে এই আন্দোলনে সংসৃকতি এখন অনেকটাই কমে গেছে বলে জানান মুখ্যমন্ত্রী৷গ্রাহকদের পরিষেবা প্রদানে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান৷ পরে শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী৷ নিয়মিত রক্তদান করার জন্য আহ্বান জানান৷ কারণ রক্তের বিকল্প নেই৷ রক্তের যাতে কোন সংকট সৃষ্টি না হয় তার জন্য নির্দিষ্ট সময় পর পর রক্তদান করতে বলেন মুখ্যমন্ত্রী৷ এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেড্রেশন রাজ্য সম্পাদক সঞ্জয় দত্ত সহ অন্যান্য ব্যাংঙ্ক অফিসারেরা৷ রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়৷