হিন্দুস্থান সমাচারের চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হলেন অরবিন্দ মার্দিকার

নয়াদিল্লি, ৭ মে (হি.স.) : নাগপুরের বিশিষ্ট সমাজসেবক অরবিন্দ ভালচন্দ্র মার্দিকার হিন্দুস্থান সমাচার সহকারী সমিতি লিমিটেডের সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন।

শনিবার ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টসে অনুষ্ঠিত শেয়ারহোল্ডারদের সভায় পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়। অরবিন্দ মার্দিকার সর্বসম্মতিক্রমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এ সময় নির্বাচন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন সমবায় সমিতির নিবন্ধকের পক্ষে অ্যাডভোকেট অজিত কুমার।
পরিচালনা পর্ষদের মধ্যে রয়েছেন প্রবীন সাংবাদিক অচ্যুতানন্দ মিশ্র (লখনউ), প্রবীন সাংবাদিক পদ্মশ্রী রাম বাহাদুর রাই (নয়াদিল্লি), প্রখ্যাত সমাজসেবী রবীন্দ্র সাঙ্ঘভি (মুম্বই), দশমেশ চ্যারিটেবল ট্রাস্টের প্রধান মনমোহন সিং চাওলা (গুরুগ্রাম), সমাজকর্মী ও শিক্ষাবিদ প্রদীপ’ বাবা ‘মধোক’ (বারানসী), চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট জয় নারায়ণ গুপ্ত (কলকাতা) সদস্য থাকবেন। এর পাশাপাশি স্থায়ী আমন্ত্রিত হিসেবে নির্বাচিত হয়েছেন পদ্মশ্রী বলবীর দত্ত (রাঁচি) এবং পরেশকান্ত মাংলিক (মুম্বই)।

পরিচালনা পর্ষদের মেয়াদ তিন বছর। সভাপতি পদে অরবিন্দ মার্দিকারের এই নতুন মেয়াদ হবে ৮ মে ২০২৩ থেকে ৭ মে ২০২৬ পর্যন্ত। হিন্দুস্থান সংবাদ সমবায় সমিতি লিমিটেড হিন্দুস্থান সমাচার সংবাদ সংস্থা দ্বারা পরিচালিত দেশের একমাত্র বহুভাষিক সংবাদ সংস্থা যা হিন্দি, উর্দু, ইংরেজি, গুজরাটি, মারাঠি, নেপালি, ওড়িয়া, বাংলা সহ ১২টি ভাষায় খবর সরবরাহ করে থাকে।
সংক্ষিপ্ত জীবন পরিচয়-
মহারাষ্ট্রের আকোলায় জন্মগ্রহণকারী এবং এখন নাগপুরে বসবাসকারী ৬৪ বছর বয়সী অরবিন্দ মার্দিকার, আইন ও কলা বিভাগে স্নাতক সহ একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি মাইনিং ইকুইপমেন্টস এবং ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্লোসিভসে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে আকস্মিকভাবে মুদ্রণ শিল্পে যুক্ত হন। দেশে সংস্কৃত ও ধ্বনিগত ইংরেজির কিছু বড় বই প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অল ইন্ডিয়া ফেডারেশন অফ মাস্টার প্রিন্টার্সের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই সংগঠনটি দেশের আড়াই লাখেরও বেশি প্রিন্টারের প্রতিনিধিযুক্ত সংগঠন। অরবিন্দ মার্দিকারের নাম দেশের নির্বাচিত ১২৬ জন সিইওদের মধ্যেও রয়েছে যারা ভারতীয় মুদ্রণ শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

এছাড়াও এই দায়িত্ব পালন-
প্রতিষ্ঠাতা ট্রাস্টি, দেওরস সেবা ট্রাস্ট, করঞ্জা, জেলা- বালাঘাট (মধ্যপ্রদেশ)।
পরিচালক, ন্যাশনাল জার্নালিজম ওয়েলফেয়ার ট্রাস্ট, নয়াদিল্লি।

প্রধান পৃষ্ঠপোষক, মার্দিকার পারিবারিক স্মৃতি পুরস্কার। সমাজসেবার ক্ষেত্রে অসামান্য কাজ করেছেন যে অজ্ঞাত বীরদের প্রতি বছর এই স্মারক পুরস্কার দেওয়া হয়েছে।
সম্মানিক এডিটর, দ্বি-মাসিক ম্যাগাজিন প্রিন্টিং টাইমস, ২০১৬-১৭ এবং ২০১৭-১৮।

সম্মানিক সাধারণ সম্পাদক, ২০১৭-১৮ অল ইন্ডিয়া ফেডারেশন অফ মাস্টার প্রিন্টার্স।
সম্মানিক ট্রেজারার, ২০১৬-১৭ অল ইন্ডিয়া ফেডারেশন অফ মাস্টার প্রিন্টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *