পৃথক স্থানে পথ দূর্ঘটনায় মহিলা সহ আহত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷  শনিবার সকালে ধর্মনগরে দুটি সুকটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন৷ এছাড়া অপর আরো তিনজন অল্পবিস্তার আহত হয়েছেন৷ আহতদের মধ্যে এক মহিলার অবস্থা সংকটজনক হওয়ায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ শনিবার সকালে দুটি সুকটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক মহিলা ধর্মনগরে জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকাল আনুমানিক নয়টা নাগাদ টিআর-০৫-ডি-৯৩৭ নম্বরের একটি সুকটি করে রাজেশ্বর দাস ও গায়ত্রী ঘোষ ধর্মনগরের দিক থেকে টঙ্গিবাড়ি রোডে প্রবেশ করতে গেলে সেই সময় কামেশ্বরের দিক থেকে বিষ্ণু দেবনাথ ও জন্টু শতনামি নামে দুই যুবক টিআর-০৫-ই-৫০২৫ নম্বরের অপর একটি সুকটি দ্রুত গতিতে এসে তাদের সাথে সংঘর্ষ বাঁধে৷ এতে ঘটনাস্থলে  সকলেই আহত হন৷ তবে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন গায়ত্রী ঘোষ৷ খবর পেয়ে দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতাল সূত্রে খবর গায়ত্রী ঘোষের অবস্থা আশংকাজনক,৷ তার মাথায় ও মুখে গুরুতর আঘাত লেগেছে৷ বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসা চলছে গায়ত্রী ঘোষের৷ ঘটনার তদন্ত করছে ধর্মনগর থানার পুলিশ৷
এদিকে,  চড়িলামের পরিমল চৌমুহনী  এলাকায়  বাইক ও মারুতি গাড়ির সংঘর্ষে আহত ২ যুবক৷ দমকল বাহিনীর জোয়ানরা আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যান৷  চড়িলাম পরিমল চৌমুহনীতে  আগরতলা সাবরুম জাতীয় সড়কে মারুতি ও বাইকের সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছে দুই যুবক৷ এব্যাপারে বিশালগড় থানায় মামলা দায়ের  দায়ের করা হয়েছে৷ দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে গাড়িটি নিয়ে পালিয়ে যায় চালক৷  জানা যায়  বাইক নিয়ে আগরতলা থেকে মেলাঘর যাচ্ছিলেন তাপস মন্ডল ও দীপক সরকার৷চড়িলাম পরিমল চোমুহনী আসতেই পেছন দিক থেকে দ্রুত গতিতে একটি মারুতি গাড়ি এসে বাইককে ধাক্কা দেয়৷ বাইক সহ তাপস মন্ডল দীপক সরকার রাস্তায় ছিটকে পড়ে য়ায়৷ প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলের ছুটে গিয়ে আহতদের উদ্ধার করতে বিশ্রামগঞ্জ অগ্ণি নির্বাপক দপ্তরের খবর দেয়৷ অগ্ণি নির্বাপক দপ্তরে কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়৷  মারুতি গাড়ি চালকের দ্রুতগামীতা ও অসাধারণতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *