আগরতলা, ৪ মে (হি.স.) : নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেয়েছে এ ডি নগর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এক বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাথে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে আজ সকালে এডিনগর থানায় খবর আসে এম বি টিলার বাসিন্দা কৃষ্ণ দেবনাথের বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই মোতাবেক পুলিশ কৃষ্ণ দেবনাথের বাড়িতে অভিযান চালিয়েছে। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ প্যাকেট ইয়াবা টেবলেট সহ বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। সাথে বাড়ির মালিককে আটক করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানিয়েছেন, কৃষ্ণ দেবনাথের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে নেশা সামগ্রী বিক্রির অভিযোগ রয়েছে। এ ডি নগর থানার পুলিশ তাঁর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করছে।

