উত্তর প্রদেশে শুরু প্রথম দফার পুর নির্বাচন; সকালেই ভোট দিলেন রাজনাথ, যোগী ও মায়াবতী

লখনউ, ৪ মে (হি.স.): কড়া নিরাপত্তা বেষ্টনীতে উত্তর প্রদেশে শুরু হয়েছে পুরনির্বাচনের প্রথম পর্ব। বৃহস্পতিবার সকালেই নিজের ভোট দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং। ভোট দেওয়ার পর রাজনাথ বলেছেন, “লখনউয়ের সমস্ত ভোটারকে অমিত ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি।” গোরক্ষপুরে নিজের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। মায়াবতী বলেছেন, “অন্য কোনও দলের সমর্থন ছাড়াই আমাদের দল একাই এই নির্বাচনে লড়ছে। আমরা আশাবাদী যে আমাদের দল ভাল সাড়া পাবে এবং আমরা ইতিবাচক ফলাফল পাব। আমি চাই রাজ্যের সমস্ত নাগরিক এই নির্বাচনে নিজেদের ভোট দিন।” মায়াবতী আরও বলেছেন, “উত্তর প্রদেশে পৌর নির্বাচনের প্রথম ধাপ এটি। অন্য দলের সমর্থন ছাড়াই আমাদের দল এই নির্বাচনে লড়ছে। আশা করি আমরা ইতিবাচক সাড়া পাব।” বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী লখনউ-এর ২৬৭ নম্বর ওয়ার্ডে শেরউড একাডেমিতে ভোট দিয়েছেন৷ উত্তর প্রদেশ রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ১১ মে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে। গণনা হবে ১৩ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *