শিলচর (অসম), ১৩ মার্চ (হি.স.) : বিধ্বংসী আগুনের করাল গ্রাস থেকে থেকে রক্ষা পেয়েছে কাছাড় জেলা সদর শহর শিলচর। অগ্নিকাণ্ডের সূত্রপাত রবিবার রাত প্রায় ১০.৩০ মিনিট নাগাদ শহরের হাসপাতাল রোডে।
রবিবার সাপ্তাহিক বন্ধের রাতে শহরের হাসপাতাল রোডে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। ঘটনার খবর পেয়ে তিনটি ইঞ্জিন নিয়ে দমকল বাহিনী ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে পতঞ্জলি স্টোরস এবং পুষ্পা স্টোরস নামের দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বেশ কিছু সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
রাত তখন প্রায় ১০.৩০ মিনিট। হাসপাতাল রোডে লক্ষ্মীনারায়ণ বিবাহ ভবন সংলগ্ন একটি বন্ধ দোকানঘর থেকে প্রথমে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়তে শুরু করলে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা খবর দেন দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন নিয়ে অগ্নিনির্বাপক বাহিনীর জওয়ানরা এসে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন পাড়ার যুবকরা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সৌভাগ্যবশত ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় জনৈক ব্যক্তি জানান, হাসপাতাল রোডে পাশাপাশি রয়েছে পুষ্পা স্টোরস এবং পতঞ্জলি স্টোরস। রবিবার অগ্নিসংযোগের সময় দুটি দোকানই তালাবন্ধ ছিল। দোকানের দরজা ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন অনেকে। কিন্তু তাঁরা বিফল হন। কিছু সময়ের মধ্যে দমকল কর্মীরা ছুটে এসে সফলভাবে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে বহু সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
অগ্নিকাণ্ডের সঠিক কোনও কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের দরুন ঘটনার সূত্রপাত। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও কমপক্ষে ১৫ লক্ষের বেশি টাকার ক্ষতি হবে বলে অনুমান করা হচ্ছে।

