রাজ্যজুড়ে আজ পালিত হবে বুদ্ধ পূর্ণিমা



নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷  গৌতম বুদ্ধ একজন সম্যাক সম্বুদ্ধ ও জ্ঞানী ছিলেন৷  যাঁর তত্ত্ব অনুসারে বৌদ্ধধর্ম প্রবর্তিত হয়৷  বৌদ্ধধর্মের প্রতিষ্ঠাতা রাজকুমার সিদ্ধার্থ গৌতম বা গৌতম বুদ্ধের  জন্মের স্মরণে পালিত হয় এই দিনটি৷ এটি তার বুদ্ধ-জ্ঞান অর্জনের দিন হিসেবেও পরিচিত৷ শুক্রবার গৌতম বুদ্ধের ২৫৬৭ তম জন্মবার্ষিকী৷ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সাজিয়ে তোলা হচ্ছে আগরতলা স্থিত বেনুবন বিহার৷ বৃহস্পতিবার এই চিত্রই পরিলক্ষিত হয়৷  আগরতলার বেনুবন বিহার ও অভয়নগর এর প্রাচ্যবিদ্যা বিহারে চলছে বুদ্ধ পূর্ণিমার প্রস্তুতি৷ নতুন রঙের প্রলেপের পাশাপাশি আলোক মালায় সাজিয়ে তোলা হচ্ছে বেনুবন বিহার৷ চলছে সংস্কার কাজ৷ শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হবে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান৷ সন্ধ্যায় হবে বিশেষ প্রার্থনা৷ সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ সমবেত হবেন৷ দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে এই ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন বলে জানান বেনুবন বিহারের এক বৌদ্ধ ভিক্ষু৷
..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *