কাশ্মীরের কিশত্বরে ভেঙে পড়ল সেনাবাহিনীর ধ্রুব হেলিকপ্টার, প্রাণে বাঁচলেন দু’জন পাইলট

শ্রীনগর, ৪ মে ( হি.স.): জম্মু ও কাশ্মীরের কিশত্বর জেলায় ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর একটি এএলএইচ ধ্রুব হেলিকপ্টার। আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন দু’জন পাইলট। বৃহস্পতিবার কিশত্বর জেলার মারওয়াহর কাছে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। আহত অবস্থায় দু’জন পাইলটকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার কিশত্বর জেলার মারওয়াহর কাছে ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর একটি এএলএইচ ধ্রুব হেলিকপ্টার। ওই হেলিকপ্টারে দু’জন পাইলট ছিলেন, তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।