ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মে।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে ডালাক ভি সি। ২৩ রানে পরাজিত করলো প্লেয়ার্স একাদশকে। আরিফ চৌধুরির অলরাউন্ড পারফরম্যান্সে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে ডালাক ভি সি-র গড়া ১৯৮ রানের জবাবে প্লেয়ার্স একাদশ ১৭৫ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের আরিফ চৌধুরি প্রথমে ব্যাট হাতে ৪৫ রান করার পর বল হাতে ২ উইকেট নিয়ে দলকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন। বৃহস্পতিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ডালাক ভি সি ৩৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান করে। দলের পক্ষে আরিফ চৌধুরি ৪৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫,মঙ্গল কিশোর জমাতিয়া ৪৬ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৩, বৃতি সুন্দর ভৌমিক ২৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ এবং রাজেন্দ্র কিশোর জমাতিয়া ৪৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ৪৮ রান। প্লেয়ার্স একাদশের পক্ষেদেবাশিষ দেবনাথ (৫/৩২) এবং রাজীব সাহা (৩/৬২) সফল বোলার। জবাবে খেলতে নেমে প্লেয়ার্স একাদশ ১৭৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রাজীব সাহা ৭০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৭ এবং প্রজিৎ চাকমা ৪৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭ রান করেন। ডালাক ভি সি-র পক্ষে রাম সাধন জমাতিযা (৩/২১), রাজেন্দ্র কিশোর জমাতিযা (২/২৭), সফর আলি (২/৩৩) এবং আরিপ চৌধুরি (২/৫৩) সফল বোলার।
2023-05-04