নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়ার লক্ষে সরকার উত্তর ত্রিপুরা জেলার ভান্ডারীমা এডিসি ভিলেজে নানা পরিকল্পনা গ্রহণ করেছে৷ উত্তর ত্রিপুরা জেলার ভান্ডারীমা এডিসি ভিলেজে মিজোরাম থেকে আগত রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ তাদেরকে ওই এলাকায় স্থায়ীভাবে বসবাস করার উপযোগী জমি প্রধান বাসগৃহ নির্মাণ এবং স্বাবলম্বী করে তোলার জন্য বনদপ্তর এর এক আধিকারিকরা ওই এলাকা পরিদর্শন করে পুনর্বাসনপ্রাপ্তদের্ স্বাবলম্বী করে তোলার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেইসব বিষয় খতিয়ে দেখে রাজ্য সরকারের কাছে রিপোর্ট প্রদান করবেন বলে জানিয়েছেন৷ ওই এলাকার জলাশয়কে কাজে লাগিয়ে একদিকে যেমন কৃষি উৎপাদন অন্যদিকে মৎস্য চাষের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে৷ রাজ্য সরকার ও প্রশাসনের তরফ থেকে ওইসব পরিবারকে পি আর টি সি , এস টি সার্টিফিকেট সহ অন্যান্য যাবতীয় সরকারি কাগজপত্র করে দেওয়া হচ্ছে৷ ব্রু রিয়াংদের স্বাবলম্বন করতে বনদপ্তর থেকে পুকুরের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং মৎস্য দপ্তর থেকে তাদের মাছ চাষ করে জীবিকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে৷ যাতে করে দুবছর পর তারা নিজেরাই স্বাবলম্বী হতে পারে৷
2023-05-04