রাজধানীতে হোটেল ভাড়া করে থাকছে চোরের দল, পুলিশি হানায় গ্রেপ্তার এক


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার বাড়ি ঘরে এবং বিভিন্ন হোটেল ও লজে অস্থায়ীভাবে ভাড়া থেকে চোর চক্র বিভিন্ন স্থানে চুরির ঘটনা সংঘটিত করে চলেছে৷ গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর আগরতলা শহর এলাকার জিবি বাজারে একটি হোটেলের রুম থেকে এক দাগি চোরকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷ জানা যায় গত বেশ কিছুদিন ধরেই হোটেলের রুম ভাড়া করে থাকত ওই চোর৷ কিন্তু সে পুলিশের নজর এড়াতে পারেনি৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ হানা দিয়ে তাকে জালে তুলতে সক্ষম হয়েছে৷ এই চক্রে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ আটক চোরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই চক্রের আরো কয়েকজনের নাম ধাম উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এবং তাদেরকে জালে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায় গোপন
খবরের ভিত্তিতে জিবি বাজার এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে আটক এক কুখ্যাত  বাইক চোর৷ আটক কুখ্যাত বাইক চোরের নাম ক্ষিতীশ সরকার৷  বাড়ি প্রতাপগড় এলাকায়৷জানা যায় সে বেশ কয়েকদিন যাবত জিবি বাজার এলাকার ব্যবসায়ী প্রদীপ গোপের হোটেলে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছে৷ প্রতিদিন ২০০ টাকার বিনিমিয়ে রুম ভাড়া নেয় ক্ষীতিশ৷ আর সেখানে থেকেই শহরের বুকে একের পর এক চুরি কান্ড সংগঠিত করছে এই চোর৷ এদিকে জিবি ফাঁড়ির ওসি মৃনাল পালের নেতৃত্বে বুধবার জিবি বাজারের সেই হোটেলে হানা দিয়ে একটি কক্ষ থেকে তাকে আটক করে৷ হোটেল মালিকের অতি মুনাফা লাভের কারনে এই ধরনের ব্যক্তি নির্বিঘ্নে গা ঢাকা দিয়ে নিজেদের বদ উদ্দেশ্য চরিতার্থ করে চলেছে৷ পুলিশি জিজ্ঞাসাবাদে হোটেল মালিক বৈধ কোন কাগজ দেখাতে পারেনি৷ এমনকি তাকে বলা হয়েছিল ক্ষতিশের আত্মীয় জিবিতে ভর্তি৷ তাই রুম ভাড়া নিয়েছে সে৷ তারও কোন কাগজ দেখাতে পারেনি হোটেল মালিক প্রদীপ গোপ৷ পুলিশ কুখ্যাত চোর ক্ষিতিশ সরকারকে আটক করে নিয়ে যায়৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *