নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ দিল্লিতে কুস্তিগিরদের প্রতিবাদ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সারা দেশের সঙ্গে রাজ্যেও রাস্তায় নামল এআইডিএসও৷ বৃহস্পতিবার সংগঠনের তরফে রাজধানীর বটতলায় সংহতি দিবস পালন করে৷ সংহতি দিবস পালনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক রাম প্রসাদ আচার্য, সভাপতি মৃদুল কান্তি সরকার সহ অন্যরা৷ সম্প্রতি ডাব্লিউ এফ আই- র সভাপতির বিরুদ্ধে দেশের কতিপয় কুস্তিগিররা যৌন হয়রানির অভিযোগ এনে আন্দোলনে নামেন৷ অভিযুক্তকে পদ থেকে সরানোর দাবিতে কয়েকদিন ধরে তারা দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷ অভিযোগ বুধবার রাতে দিল্লি পুলিশ আন্দোলন কারীদের উপর আক্রমণ সংঘটিত করেছে৷ এরও প্রতিবাদ জানান তারা৷
2023-05-04