মণিপুরের সাম্প্রতিক অস্থির পরিস্থিতির বিষয়টি মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নজরে এসেছে। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আজ মণিপুরের রিমস ও অন্যান্য কলেজে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীদের বিষয়ে খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য প্রশাসন থেকে মণিপুরের বিভিন্ন কলেজে পাঠরত ছাত্রছাত্রীদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। মণিপুর সরকার থেকে রাজ্য প্রশাসনকে ত্রিপুরার ছাত্রছাত্রীদের সুরক্ষিত রাখার বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে।
তাছাড়াও মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রফেসর (ডা.) এইচ পি শর্মা রিমসের অধ্যক্ষের সাথে টেলিফোনে কথা বলেন। রিমসের অধ্যক্ষ রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে জানিয়েছেন সেখানে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীরা সুরক্ষিত ও নিরাপদে রয়েছে।