করিমগঞ্জ (অসম), ৪ মে (হি.স) : অসম বিধানসভার চার সদস্যের এক কমিটি আজ বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা সফর করেছে। বরিষ্ঠ বিধায়ক গোবিন্দচন্দ্র বসুমতারির নেতৃত্বে গঠিত এই কমিটির বিধায়কগণ যথাক্রমে নুরুল হুদা, আমিনুল ইসলাম ও জাকির হোসেন আজ করিমগঞ্জ জেলার কয়েকটি স্থানে গিয়ে সরকারের উন্নয়নমূলক কাজকর্মের খোঁজ নিয়েছেন।
এদিন এই কমিটি করিমগঞ্জ শহরের ঘাটলাইনে খাদ্য ও অসামরিক সরবরাহ এবং উপভোক্তা বিষয়ক বিভাগ পরিচালিত আমার দোকান-এ গিয়ে রেশনসামগ্রী বিক্রির ব্যবস্থাদি পরিদর্শন করেছেন।
তার পর কমিটির সদস্যরা ফকিরাবাজারের এমকে গান্ধী কলেজে গিয়ে ক্রীড়া বিভাগের মঞ্জুরিকৃত তহবিলে নির্মিত ছাত্রীদের জন্য খেলার মাঠ পরিদর্শন করে কলেজ কর্তৃপক্ষ ও বিভাগীয় কর্মকর্তাদের কাছ থেকে এর নির্মাণ সম্পর্কে বিস্তারিত অবগত হন।
আজই কমিটির চেয়ারম্যান সহ বিধায়করা বন বিভাগের সামাজিক বনানিকরণ সংমণ্ডলের নার্সারি পরিদর্শন করেন। তাঁরা বন বিভাগের সিসিএফের কাছ থেকে বিভিন্ন গাছের গুণাগুণ সম্পর্কে অবগত হয়ে বিভাগীয় কাজকর্মের খোঁজখবর নিয়েছেন।
কমিটির সদস্যরা বন সংমণ্ডল কার্যালয় প্রাঙ্গণে বেশ কয়েকটি গাছের চারা রোপণও করেছেন। জেলা সদরে ফিরে এসে কমিটির সদস্যরা জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলাশাসক মৃদুল যাদব সহ অন্যান্য বিভাগীয় আধিকারিকদের সাথে এক পর্যালোচনা সভায় মিলিত হন। এতে তাঁরা বিভাগীয় বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। সভা শেষে এদিনই কমিটি হাইলাকান্দির উদ্দেশ্যে যাত্রা করেছে।