শ্রীনগর, ৩ মে (হি.স.): সাময়িক দুর্ভোগের পর শ্রীনগর-কার্গিল সড়কে স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল। বুধবার সকাল থেকেই শুরু হয়েছে যানবাহন চলাচল। ট্র্যাফিকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল থেকে মিনামার্গের দিক থেকে যান চলাচল উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এদিকে, ক্যাপ্টেন মোড় জোজিলার কাছে পাথর ধসের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। বিআরও রাস্তা পরিষ্কার করার কাজ করছে, আশা করা হচ্ছে শীঘ্রই যানবাহন চলাচল স্বাভাবিক হবে।
এদিকে, জম্মু ও কাশ্মীরে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও তাপমাত্রা ফের অনেকটাই নীচে নামতে পারে। বুধবার সকাল থেকেই কাশ্মীরে নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। আবহবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা অনেকটাই নীচে নেমেছে।

