চার্লসের রাজ্যাভিষেকের আগেই বাকিংহাম প্রাসাদে অঘটন, কার্তুজ ছুঁড়ল এক ব্যক্তি

লন্ডন, ৩ মে (হি.স.): তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের আগেই লন্ডনের বাকিংহাম রাজপ্রাসাদে ঘটে গেল বড় অঘটন। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এক ব্যক্তি প্রাসাদ প্রাঙ্গণের ভিতর কিছু কার্তুজ ছুঁড়ে ফেলে। যদিও এটিকে কোনওরকম হামলা হিসেবে চিহ্নিত করেনি পুলিশ। কারও জখম হওয়ারও কোনও খবর নেই। ঘটনার পরই অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ছুরি উদ্ধার হয়েছে। পরে বিশেষজ্ঞ মারফৎ কার্তুজগুলি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এক ব্যক্তি বাকিংহাম প্রাসাদের ফটকের দিকে অগ্রসর হয়ে কিছু বস্তু প্রাসাদের মাঠের দিকে ছুড়ে দেয়; ওই বস্তুগুলো শটগানের কার্তুজ বলেই সন্দেহ করা হচ্ছে। পুলিশের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করেন। “আক্রমণাত্মক অস্ত্র আছে সন্দেহে তাকে গ্রেফতার করা হয়, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ছুরি পাওয়া যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *