ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ মে।।
বার্ষিক সাধারন সভা শুক্রবার। রাজ্য ফুটবল সংস্থার। ওই দিন সকাল ১১ টায় পুর নিগমের সোসাইটি হলে হবে সভা। তাতে সচিবের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ আয় ব্যায়ের হিসেব পেশ করবেন। এছাড়া একজন ওডিটর নিয়োগ করা হবে ওই সভায়। জানা গেছে, ওই সভায় আসন্ন ফুটবল মরশুম শুরুর দিনক্ষণও ঠিক করা হবে। প্রসঙ্গত: কাজল স্মৃতি স্কুল ফুটবল দিয়ে এবছর মরশুম শুরু করবে রাজ্য ফুটবল সংস্থা। সম্ভবত: এ মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে আসর। সভায় রাজ্য ফুটবল সংস্থার সদস্য এবং সদস্যাদের উপস্থিত থাকার জন্য সচিব অমিত চৌধুরি অনুরোধ করেছেন।