ছৈলেংটায় ব্রীজের নিচে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমার ছৈলেংটা ব্রীজের নিচ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতের নাম শান্তি জয় চাকমা৷  বুধবার সকালে ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমার ছৈলেংটা ব্রীজের নিচ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় সিআরপিএফ ১৪০ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা বুধবার সকালে ব্রিজের নিচে এক যুবকের দেহ করে থাকতে দেখেন৷ জওয়ানরা সঙ্গে সঙ্গে বিষয়টি বেটেলিয়ানের ইন্সপেক্টর জয়দীপ  গোস্বামীকে জানান৷ ইন্সপেক্টর জয়দেব গোস্বামী সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় থানার পুলিশকে জানান৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তির নাম শান্তি জয় চাকমা৷ বাড়ি পার্শবর্তী তিলকপাড়ায়৷ পারিবারিক সূত্রে জানা যায় ওই ব্যক্তি প্রায় সময় নেশা আসক্ত অবস্থায় থাকতো৷ গতকাল রাত আটটা নাগাদ অপর এক ব্যক্তির সঙ্গে বাজারে গিয়েছিল৷ তারপর থেকে আর বাড়িতে ফিরে আসেনি৷ পুলিশের প্রাথমিক আশঙ্কা অতিরিক্ত নেশা করার ফলেই তার মৃত্যু হয়েছে৷ তার নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে বলেও জানা গেছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এদিকে মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *