কর্নাটক বিধানসভা ভোটে ১,০৮৭ জন প্রার্থীই কোটিপতি

বেঙ্গালুরু, ৩ মে (হি.স.) : কর্নাটকের বিধানসভা ভোটের প্রার্থীদের সম্পত্তির হিসেবে ১,০৮৭ জন প্রার্থীই কোটিপতি। আগামী ১০ মে নিজেদের ভাগ্য পরীক্ষায় যে ২ হাজার ৬১৫ জন প্রার্থী অবতীর্ণ হয়েছেন, তার মধ্যে এক হাজার ৮৭ জনই কোটিপতি। তার মধ্যে ৫ কোটি কিংবা তার বেশি সম্পত্তির মালিক ৫৯২ জন।

কর্নাটক বিধানসভা ভোটের ময়দানে লড়াইয়ে নামা প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা জমা দিয়েছেন তা খতিয়ে দেখে বুধবার এক রিপোর্ট প্রকাশ করেছে বেসরকারি নির্বাচনী নজরদার সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)।
রিপোর্ট অনুযায়ী, কর্নাটকে বিধানসভা ভোটে কংগ্রেস, বিজেপি সহ জাতীয় দলগুলির হয়ে যারা লড়ছেন তাদের ৭১ শতাংশই কোটিপতি। আর রাজ্য ও স্থানীয় দলগুলির ৭৪ শতাংশ প্রার্থী কোটিপতি। বিত্তবানদের প্রার্থী করার ক্ষেত্রে রাজ্যের শাসকদলকে টেক্কা দিয়েছে কংগ্রেস। শতাব্দী প্রাচীন দলের ২২১ জনের মধ্যে ২১৫ জনই কোটিপতি। অর্থা‍ৎ ৯৭ শতাংশ প্রার্থী কোটি টাকার বেশি মালিক। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার জেডিএসের ১৭০ জন প্রার্থীই কোটিপতি। প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ১২ কোটি ২৬ লক্ষ টাকা।

পাশাপাশি বিধানসভা ভোটের প্রার্থীদের ৫৮১ জনের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা রয়েছে। তার মধ্যে গুরুতর ধারায় মামলা রয়েছে ৪০৪ জনের বিরুদ্ধে। তার মধ্যে কংগ্রেসের ১২২ জন, বিজেপির ৯৬ জন এবং জেডিএসের ৭০ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে বলে এডিআরের রিপোর্টে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *