শিলচর (অসম), ৩ মে (হি.স.) : বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উদযাপন হল শিলচর প্রেস ক্লাবে। এদিন উদযাপন আসরে শুরুতে এক আলোচনা সভায় মতামত ব্যক্ত করেন বিশিষ্ট জনেরা। সভায় আলোচনার মুখ্য প্রসঙ্গ ছিল ভবিষ্যতের দিশা, মত প্রকাশের স্বাধীনতা সকল মানবাধিকারের চালিকা শক্তি।
সভায় পৌরোহিত্য করেন দৈনিক যুগশঙ্খ পত্রিকার কর্ণধার বিজয়কৃষ্ণ নাথ। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব বরাক ভ্যালি গ্রেটারের সভাপতি শঙ্কর ভট্টাচার্য, সঞ্জীব রাই, দৈনিক প্রান্তজ্যোতি পত্র্রিকার কর্ণধার নীলয় পাল, কবি–সাংবাদিক অতীন দাশ, সাংবাদিক চয়ণ ভট্টাচার্য, সাধন পুরকায়স্থ, সমাজ কর্মী সৌমিত্র দত্তরায় সহ অন্যান্যরা।গোটা আলোচনা সভা পরিচালনা করেন প্রেস ক্লাবের সচিব শংকর দে।