বজবজ, ৩ মে (হি. স.) : বজবজ ট্রাঙ্ক রোডে কচ বেলতলার মোড়ের কাছেই বুধবার ভরদুপুরে চলল গুলি। ঘটনায় গুরুতর জখম হয়েছেন শেখ হুলতাল নামে এক ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নার্সিং হোম ও পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ সূত্রের খবর, শেখ আলতাব উদ্দিন (হুলতাল) আলিপুর কোর্ট থেকে পুরানো একটি কেসে সাক্ষী দিয়ে ফিরছিলেন। ট্রেনে করে বজবজ স্টেশনে নেমে বাইক নিয়ে বাড়ি উদ্দেশ্যে যাচ্ছিলেন। মঙ্গলবার দুপুরে বজবজের দিক থেকে চড়িয়ালের দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন শেখ হুলতাল। ঠিক সেই সময় বাইক নিয়ে দুই দুষ্কৃতি বজবজের দিক থেকে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় বাইক নিয়ে লুটিয়ে পড়ে রাস্তার পাশেই আক্রান্ত ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বজবজ থানার পুলিশ। পুলিশ শেখ হুলতালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত, সঠিক কি কারণে ওই ব্যক্তিকে গুলি করা হয় সে বিষয়ে তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ। ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার অর্ক ব্যানার্জিও ঘটনাস্থলে পৌঁছেছেন।