ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মে।।সহজ জয় পেলো ইয়াপ্রি কৌতল ক্লাব। ৭ উইকেটে পরাজিত করলো ডালাক ভি সি-কে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে মঙ্গলবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ডালাক ভি সি দল মাত্র ৭৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে একমাত্র মোবারক হুসেন দুই অঙ্কের রানে পা রাখেন মোবারক ৩৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। ইয়াপ্রি কৌতল ক্লাবের পক্ষে বিশাল জমাতিয়া (৩/১৩) এবং সর্বহরি জমাতিয়া (৩/১৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে ইয়াপ্রি কৌতল ১০.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে শুভরঞ্জন জমাতিয়া ১৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ এবং বিজয় জমাতিয়া ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান।
2023-05-02