চাকরির দাবীতে ফের শিক্ষা দপ্তরে ডেপুটেশন এসটিজিটি উত্তীর্ণ বেকাররা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ মে৷৷  চাকরির দাবিতে পুনরায় শিক্ষা দপ্তরে ডেপুটেশন দিলেন ২০২২ সালে পাশ করা  এসটিজিটি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা৷ এসটিজিটি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তাদের প্রত্যেককে একসঙ্গে চাকরিতে নিয়োগের দাবিতে মঙ্গলবার পুনরায় শিক্ষা ভবনে দপ্তর কর্মকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে৷ ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান কালে আন্দোলনকারীরা জানায় দীর্ঘ আট মাস ধরে তারা তাদেরকে একসাথে নিয়োগের জন্য শিক্ষা দপ্তর এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানিয়ে আসছে৷ কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে নিয়োগের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি৷ তাতে তারা ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে৷ মুখ্যমন্ত্রী তথা শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্দেশ্যে চাকুরী প্রার্থীরা জানিয়েছেন তিনি যেন সহানুভূতির ঙ্গে বিষয়টি বিবেচনা করে সকলকে একসঙ্গে নিয়োগের ব্যবস্থা করেন৷