ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মে।।দ্বিতীয় দিনেই চমক দিলেন ত্রিপুরার পাওয়ার লিফটার অমল কুমার ঘোষ। কেরলের আলাপোজ্জাতে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং প্রতিযোগিতার মাস্টার্স বিভাগে। আসরের দ্বিতীয় দিনে ১ টি স্বর্ণ সহ ৪ টি পদক জয় করে দেশের পাশাপাশি রাজ্যোর নামও উজ্জ্বল করলেন অমল কুমার ঘোষ। মাস্টার্স -থ্রি বিভাগের ৬৬ কেজিতে বেঞ্চ প্রেসে স্বর্ণ পদক জয় করেন অমল। এছাড়া, বেক স্কোয়াড, ডেড লিভ এবং ওভার এল বিভাগে রৌপ্য পদক জয় করেন রাজ্যের গর্ব ওই মাস্টার্স পাওয়ার লিফটারটি। অমল কুমার ঘোষের দুরন্ত সাফল্য খুশি রাজ্যের পাওয়ার লিফটাররাও। রাজ্য সংস্থার সচিব নারায়ন চন্দ্র দেবনাথ অভিনন্গন জানিয়েছেন অমল কুমার ঘোষকে। প্রসঙ্গত: ত্রিপুরার অপর খেলোয়াড় হিসাবে দেশের জার্সি গায়ে ওই আসরে নামবেন অমরদ্বীপ দেববর্মা। ১২০ কে জি বিভাগে। রাজ্য দল তথা ভারতীয় দলের সঙ্গে কোচ হিসেবে ত্রিপুরার শান্তনু সূত্রধর এবং ম্যানেজার প্রিয়তোষ দাসও রয়েছেন কেরালায়। স্পন্সরের ভূমিকায় এগিয়ে আসা দুবাইবাসী বাংলাদেশের নাগরিক মোঃ তারিক উজ্জামানও দারুণ খুশি অমল কুমার ঘোষের সাফল্যের খবর পেয়ে।
2023-05-02