সভাপতির বক্তব্যে টিসিএ-তে গোষ্ঠী কোন্দল চরম পর্যায়ে, অনৈতিক সিদ্ধান্তের অভিযোগ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মে।।ত্রিপুরা ক্রিকেট এ্যাসোসিয়েশন এবং দুর্নীতি সমার্থক শব্দে পরিণত হয়েছে। একাধিক নিয়ম লঙ্ঘন করে মর্জি মাফিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বর্তমান কমিটির সম্পাদক ও সহ-সভাপতিরা । এই সমস্ত বিষয়ে বিভিন্ন ক্লাবের প্রতিনিধি সহ ক্রিকেট অনুরাগীরা সরব হলেও তা এড়িয়ে গিয়ে চলছে নিয়ম ভাঙ্গার খেলা। এবার সেই নিয়ম ভাঙ্গার খেলায় যুক্ত হল নতুন ঘটনা। প্রকাশ্যে এল সংবিধান লঙ্ঘনের ঘটনা।সংবিধান অনুযায়ী সভাপতি যখন টিসিএ-র সর্বেসর্বা, তখন সভাপতিকে ব্রাত্য রেখে এপেক্স কাউন্সিলের মিটিং ডাকলো কোন্ উদ্দেশ্যে? মঙ্গলবার পোষ্ট অফিস চৌমুহনীস্থিত টি সি এ কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। কিন্তু কিসের স্বার্থে গোপনীয়তা এবং নিয়ম ভঙ্গ করে অ্যাপেক্স কাউন্সিলের অন্যান্য সদস্যদের নিয়ে আচমকা বৈঠকে বসলেন সম্পাদক, সহসভাপতিরা । এই গুরুত্ব পূর্ণ প্রশ্ন এখন সর্বত্র।  দুর্নীতির পরাকাষ্ঠায় পরিণত হওয়া টি সি এ-র বর্তমান কমিটির এই ঔদ্বত্বপূর্ণ আচরনে ক্ষুব্ধ অনেকেই। এদিনের সভাপতিকে বাদ দিয়ে বৈঠক প্রসঙ্গে খোদ সভাপতি তপন লোধ জানান গত ২৯ এপ্রিল বৈঠক আহ্বান করে একটি চিঠি ইস্যু করা হয়। সেই চিঠি ৩০ এপ্রিল রাতে পান তিনি। ২৯ এপ্রিল অফিস করার পর ৩০ এপ্রিল রাতে চিঠি পান। এর পরিপ্রেক্ষিতে তিনি কমিটির সদস্যদের অবগত করেন অ্যাপেক্স কাউন্সিল, জেনারেল বডির বৈঠক ডাকতে গেলে সংবিধানের ৭-৩ডি-তে বিধি রয়েছে সভাপতির অনুমোদন নিয়ে ডাকতে হয়। আলোচনায় কি বিষয়ে থাকবে তা নির্ধারণ করবে সভাপতি। এতেই শেষ নয় সুপ্রীম কোর্টের রায়ে উল্লেখ রয়েছে অ্যাপেক্স কাউন্সিল সরাসরি কোনও কাজ করতে পারবে না। প্রোফেশনাল ম্যানেজারের মত কাজ করবে। কেবল নীতি নির্ধারণ করতে পারবে । একে মান্যতা দেওয়া হয় নি। ক্ষোভ প্রকাশ করার মধ্য দিয়ে বৈঠক বাতিল করার জন্য বলেন সভাপতি। এই বৈঠক অবৈধ বলে জানান সভাপতি তপন লোধ। জেনারেল বডি এই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে বলে জানান তিনি। টিসিএ-তে সঠিক ভাবে কাজ করতে পারছেন না বলে জানান সভাপতি তপন লোধ। টি সি এ-র সহ- সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ সংবিধান মেনে অফিস পরিচালনা করছেন না বলে অভিযোগ তোলেন। অ্যাপেক্স কাউন্সিলের তিনটি বৈঠকে গৃহীত সিদ্ধান্ত গুলির অনুমোদন সভাপতির কাছ থেকে নেওয়া হয়নি বলে জানান তপন লোধ। তবে এদিন সভাপতির বক্তব্যে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনে গোষ্ঠী কোন্দল স্পষ্ট হয়ে গেল। নিয়ম বহির্ভূত ভাবে টি সি এ-র সভাপতিকে ব্রাত্য রেখে অ্যাপেক্স কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠকে বসার খবর পেয়ে এদিন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখায় আগরতলা শহরের বিভিন্ন ক্রিকেট ক্লাব গুলোর প্রতিনিধিরা। তারা ঘেরাও করে কার্যালয়। একই সঙ্গে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়।   ক্রিকেট ক্লাব গুলোর প্রতিনিধিরা বিস্ফোরক দাবী করেন অর্থ, পেশীশক্তি ও দুষ্ট মানসিকতাকে কাজে লাগিয়ে টি সি এ-র বর্তমান ক্ষমতা দখল করে কতিপয় অ্যাপেক্স কাউন্সিলের সদস্য। সাড়ে ৬ কোটি টাকার ফ্লাড লাইট লাগানো হয়েছে ১৬ কোটি টাকার বিনিময়ে । টি সি এ-র সুনামকে তারা ধুলিস্যাৎ করেছে। সভাপতিকে মান্যতা দিতে রাজী নয় তারা। কলঙ্কিত করা হয়েছে টি সি এ-কে। এর তীব্র প্রতিবাদ জানান তারা।  জেনারেল বডির সদস্যরা মিলে আগামী দিনে আইনি পদক্ষেপ নেওয়ার পথে এগুবে বলে জানান ক্লাব গুলির প্রতিনিধিরা। অসৌজন্য এবং দুর্নীতির শিরোনামে উঠে এসেছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের এপেক্স কাউন্সিল। এই ক্ষেত্রে বর্তমান অ্যাপেক্স কাউন্সিলের সদস্যদের সভাপতিকে ব্রাত্য রেখে অবৈধ ভাবে বৈঠক আহ্বান নিয়ে ক্রিকেট মহলেও জোর গুঞ্জন শুরু হয়েছে বলে তাদের অভিমত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *