শিলিগুড়িতে বাস-অটোর সংঘর্ষে আহত সাতজন

শিলিগুড়ি, ২ মে (হি. স.) : শিলিগুড়ি ডিভিশনের খোরিবাড়ি সংলগ্ন কালীবাড়ি মোড়ে মঙ্গলবার যাত্রীবাহী বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে প্রায় সাত জন আহত হয়েছে।

জানা যাচ্ছে, একটি বেসরকারি যাত্রীবাহী বাস গালগলিয়া থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। অন্যদিকে, নকশালবাড়ি থেকে গালগালিয়ার দিকে যাচ্ছিল যাত্রী নিয়ে একটি অটো। এই কারণে কালীবাড়ি মোড়ের সামনে বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোতে থাকা সাত যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের বাতাসী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে এক যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। একইসঙ্গে ঘটনার পর বাস চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। খবর পেয়ে খড়িবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ পরবর্তী ব্যবস্থা নিতে শুরু করেছে।