কলকাতা, ২ মে (হি. স.) : সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতেই বেকারদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার তিনি নবান্নে সাংবাদিকদের জানিয়েছেন, স্কিল ডেভেলপমেন্ট সিটি তৈরি হচ্ছে রাজ্যে। রাজারহাটে বেসরকারি উদ্যোগে একটি স্কিল ডেভেলপমেন্ট সিটি তৈরি হবে। যেখানে একাধারে ট্রেনিং এবং ক্যাম্পাসিং হবে। যার অর্থ একই সঙ্গে দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান দুটোই হবে একই জায়গায়। এই প্রকল্পের জন্য ৭২.৩৩ একর জমি দিচ্ছে রাজ্য সরকার।
তৃতীয় তৃণমূল সরকারের বয়স এখন দু’বছর। এই দু’বছরে কিছুটা হলেও বদলেছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। নিয়োগ দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করে চলেছে বিরোধী শিবির। আবার চাপ আসছে কেন্দ্র থেকেও। তাই ঘুরে দাঁড়াতে ইতিবাচক কিছু কাজ করতে চাইছেন মুখ্যমন্ত্রী।