নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ মে৷৷ রক্তদানে এগিয়ে এলেন ফুটপাতের হকার ও নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা৷ বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষ্যে সোমবার ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতি ও অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতি রক্তদান শিবির করে৷
দুই সংগঠনের তরফে রাজধানীর আই জি এম হাসপাতালে হয় শিবিরটি৷ উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্যান্য নেতৃত্ব৷ শিবিরে পুরুষ- মহিলারা বেশ উৎসাহ নিয়ে রক্তদান করেন৷ শিবিরে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন তারাও সমাজ সেবার জন্য এগিয়ে এসেছেন৷ এটা গর্বের বিষয়৷
2023-05-02

