মনোজিতের অলরাউন্ড পারফরম্যান্সে ইউনাইটেড বিএসটি-র বিসিসি জয়

ইউবিএসটি:-‌ ২৭৬/‌৭(৫০)

বিসিসি:- ২০৯/১০(৪৩.১)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মে।।মনোজিৎ দাসের অলরাউন্ড পারফরম্যান্স। তাতেই উদ্বোধনী ম্যাচে জয় পেলো ইউ বি এস টি। প্রথমে ব্যাট হাতে অর্ধশতরান করার পর বল হাতে ৩ উইকেট তুলে নিয়ে ইউ বি এস টি-‌কে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন মনোজিৎ। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ইউ বি এস টি ৬৭ রানে পরাজিত করে বি সি সি-‌কে। সকালে টসে জয়লাভ করে ইউ বি এস টি-‌র গড়া ২৭৬ রানের জবাবে বি সি সি ২০৯ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের শম্ভু সিং, মনোজিৎ দাস এবং বিজীত দলের রিয়াজ উদ্দিন অর্ধশতরান করেন। মঙ্গলবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ইউ বি এস টি নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৬ রান করে। দলের পক্ষে সৌরভ সিং ৫১ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬১, দলনায়ক মনোজিৎ দাস ৪৯ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০,অমন সিং ৭৭ বল খেলে ২৫ টি বাউন্ডারির সাহায্যে ৪১, আবু তাহের ৪৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং প্রণব দাস ৩৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৭ রান। বি সি সি-‌র পক্ষে অভিজিৎ দেববর্মা (‌৪/‌৪৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে বি সি সি ২০৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রিয়াজ উদ্দিন ৫০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৫৬, বাবুল দে ৪৯ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮,অরিজিৎ দেবনাথ ৪৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৬ এবং শচীন শর্মা ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। ইউ বি এস টি-‌র পক্ষে মনোজিৎ দাস (‌৩/‌৪২) এবং রাজা নিগম (‌৩/‌৪৩) সফল বোলার। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের অলরাউন্ডার মনোজিৎ দাস।‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *