তিহাড় জেলের ভিতরেই ‘খুন’ গ্যাংস্টার টিল্লু, রোহিণী আদালতে শুটআউটে অভিযুক্ত ছিল সে

নয়াদিল্লি, ২ মে (হি.স.): তিহাড় জেলের ভিতরেই খুন হলেন দিল্লির রোহিনী আদালতে শুটআউটে অভিযুক্ত গ্যাংস্টার টিল্লু তাজপুরিয়া। জেলের ভিতরেই প্রতিপক্ষ দলের সদস্য যোগেশ টুন্ডা এবং অন্যান্যরা তার ওপর হামলা চালায় বলে জানা গিয়েছে। সংজ্ঞাহীন অবস্থায় দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় টিল্লুকে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনা নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালেই তিহাড় জেলের মধ্যে টিল্লু তাজপুরিয়ার ওপর হামলা চালায় তার প্রতিপক্ষ যোগেশ টুন্ডা ও টুন্ডার সহযোগীরা। একটি লোহার রড দিয়ে টিল্লুর উপর আক্রমণ করা হয়। রক্তারক্তি কাণ্ড বাধে জেলের মধ্যেই। তারপরই দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তিলুকে মৃত বলে ঘোষণা করা হয়। দিল্লি পুলিশের অতিরিক্ত ডিএসপি (পশ্চিম জেলা) অক্ষত কৌশল বলেছেন, “মঙ্গলবার সকাল ৭টা নাগাদ এই বিষয়ে আমরা খবর পাই। তাদের মধ্যে একজন সুনীল ওরফে টিল্লুকে অচেতন অবস্থায় আনা হয়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। অন্য একজন, রোহিত চিকিৎসাধীন এবং বিপদমুক্ত।”