দুর্গাপুর, ২মে (হি. স.) বাথরুমের ভেতর এক প্রৌঢ়ের পচাগলা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পানাগড় রেলপার এলাকায়।
পুলিশ সুত্রে জানা গেছে, মৃতের নাম সুকান্ত মুখার্জী(৫৩)। ঘটনায় স্থানীয় সুত্রে জানা গেছে, সুকান্তবাবু অবিবাহিত। মানসিক বিকারগ্রস্ত ছিলেন। তিনদিন আগে শেষবার স্থানীয় বাসিন্দারা তাকে দেখেছিল। এদিন দুপুর স্থানীয় বাসিন্দারা তাঁর বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ বাড়ির বাথরুম থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।