চিত্রদুর্গ, ২ মে (হি.স.): কংগ্রেস ও জেডিএস-এর থেকে কর্ণাটকের জনগণকে সাবধান করলেন প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদী। মঙ্গলবার কর্ণাটকের চিত্রদুর্গে একটি নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, “কর্ণাটকের জনগণকে কংগ্রেস এবং জেডিএস উভয় দলের থেকে সাবধান থাকতে হবে। কংগ্রেস এবং জেডিএস আদতে দু’টি দল হলেও, উভয় দল হৃদয়ে এবং কাজে একইরকম। দুই দলই সমাজকে বিভক্ত করার রাজনীতি করে।” প্রধানমন্ত্রী বলেছেন, “কংগ্রেস ও জেডিএস-এর অপশাসনের প্রমাণ হল আপার ভদ্র সেচ প্রকল্প। তাঁরা কৃষকদের নিয়ে চিন্তিত ছিল না, তাই তাঁরা এই প্রকল্পটি উপেক্ষা করেছে। বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এই প্রকল্পটি সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “কংগ্রেস কখনই বিজেপির উন্নয়নমূলক কাজের সঙ্গে পাল্লা দিতে পারবে না। ২০১৪ সালের আগে ১০ বছরে কংগ্রেস যতগুলি মেডিকেল কলেজ তৈরি করেছিল, বিজেপি সরকার মাত্র ৯ বছরে তার দ্বিগুণ মেডিকেল কলেজ তৈরি করেছে। বিজেপি সরকার দরিদ্রদের আরও একটি উদ্বেগের সমাধান করেছে। আমাদের সরকার মেডিকেল থেকে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত শিক্ষা স্থানীয় ভাষায় পরিচালনার ওপর জোর দিচ্ছে। এতে গ্রামের দরিদ্র যুবকদের বিশেষ সুবিধা হবে।” প্রধানমন্ত্রীর কথায়, “কৃষকদের ছেলে-মেয়েদের শিক্ষার জন্য ‘রাইতা বিদ্যা নিধি’ চালু করেছে বিজেপি। আদিবাসী বন্ধুদের জন্য ৪০০টিরও বেশি একলব্য মডেল স্কুল তৈরি করা হয়েছে।” কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাস ও সন্ত্রাসবাদকে তোষণ করে কংগ্রেস।