নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ মে৷৷ রবীন্দ্র উৎসব করতে যাচ্ছে ব্লাড মাউথ ক্লাব কালচারাল একাডেমী৷ সোমবার ক্লাব বাড়িতে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান একাডেমীর কর্মকর্তারা৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি বিমল কুমার রায় চৌধুরী, সদস্য তথা উৎসবের কনভেনার প্রসেনজিত নন্দী, কার্যকরী কমিটির সদস্য বাসুদেব চক্রবর্তী৷ আহ্বায়ক জানান, ক্রীড়া ক্ষেত্রের পাশাপাশি সংসৃকতির ক্ষেত্রেও যাতে ক্লাব সমান ভাবে এগিয়ে যায় সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷ ১৬২ তম রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব পালনে রবীন্দ্র মুখী কর্মসূচী নিয়েছে ব্লাড মাউথ ক্লাব কালচারাল একাডেমী৷ তিনি জানান, রবীন্দ্র সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে৷ ৯ মে কবিগুরুর জন্মদিনে এর সূচনা হবে৷ ১৩-১৪ মে হবে ক্লাব সংলগ্ণ ত্রিপুরেশ্বরি শিশু মন্দিরে রবীন্দ্র সঙ্গীত, বসে আঁকো ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা৷ ২০-২১ মে ক্লাব বাড়িতে হবে আবৃত্তি , যন্ত্র সঙ্গীত প্রতিযোগিতা৷ এর সমাপ্তি হবে ২৮ মে মুক্তধারা অডিটোরিয়ামে৷
2023-05-02

