নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ মে৷৷ পথ নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে সোমবার ধর্মনগরে শ্রীভূমি বিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে এবং ধর্মনগর ট্রাফিক ইউনিটের সহযোগিতায় সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়৷ ধর্মনগর বড়দিঘির পাড় এলাকায় বেলা ১১ টা নাগাদ শ্রীভূমি বিদ্যালয় এন এস এস ছাত্রছাত্রীদের নিয়ে এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়৷
ধর্মনগর ট্রাফিক ইউনিট এবং বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই শিবিরটি অনুষ্ঠিত হয়৷ দ্বিচক্র যান যারা চালান তাদের অনেক সময় হেলমেট থাকে না বা দুজন চললে অপরজনের হেলমেট থাকে না৷ এই সকল বিষয় নিয়েই জনগণকে সচেতন করতে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী উপস্থিতিতে এই শিবিরটি অনুষ্ঠিত হয়৷ যে সকল জনগণ বাইক নিয়ে ঘোরাফেরা করেন তাদেরকে সচেতন করা হয় আজ এন এস এস ছাত্রছাত্রীদের দিয়ে এবং সবার হাতে চকলেট তুলে দেওয়া হয়৷ আগামী দিনে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি সংগঠিত করা হবে বলে জানানো হয়৷
2023-05-02

