সোনামুড়ায় দুঃসাহাসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ মে৷৷ প্রকাশ্য দিবালোকে এক গৃহস্থের ঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা,  স্বর্ণালংকার থেকে শুরু করে প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা ও এটিএম কার্ড- চুরি করে নিয়ে গেল চোরের দল৷  চুরির ঘটনাটি ঘটে শহরের মূল কেন্দ্র মেলাঘর পূর্ব চন্ডিগড় পেট্রোল পাম্প সংলগ্ণ এলাকায় মেলাঘর থেকে উদয়পুর  যাওয়ার রাস্তায়৷ বাড়ির মালিকের নাম  বিশু দেবনাথ৷  পরিবারের লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে মেলাঘর থানায় খবর পাঠায়৷ খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে  তদন্ত শুরু করে৷ গৃহিণী জানান সন্তানকে আনতে সুকলে যান৷ ঘড়ে ফিরে দেখেন দরজার তালা ভাঙ্গা৷ আলমারি ভেঙ্গে সমস্ত কিছু চুরি করে নিয়ে যায় চোরেরা৷ স্বামী কাঁঠালিয়া বাগানে যায়৷ বাড়ির লোকের অবর্তমানে এই কান্ড ঘটায় চোরেরা৷ এই ঘটনায় জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *