দেহরক্ষী শচীনের বিয়েতে হাজির বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান

মুম্বই, ১ মে (হি. স.) : দেহরক্ষী সচিনের বিয়েতে হাজির হলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। পরবর্তীতে নিজেই শচীন ও তাঁর স্ত্রীর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। দেহরক্ষীর বিয়েতে একেবারে সাদামাটা পোশাকে এসেছিলেন কার্তিক। তার পরনে ছিল হলুদ শার্ট ও জিন্স।

বডিগার্ডের বিয়ের কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন কার্তিক। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “শচীন ও সুরেখাকে শুভ বিবাহ।” কার্তিক আরিয়ানের এই ছবিগুলিতে ভক্তরাও মন্তব্য করেছেন এবং এখন এই ছবিগুলি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় কার্তিক। বর্তমানে তিনি তার ‘সত্যপ্রেম কি কথা’, ‘আশিকি ৩’ এবং ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কার্তিক।