উত্তর দিনাজপুর, ১ মে (হি. স.) : শুভেন্দু অধিকারীর তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে খোঁচার পাল্টা তাঁকে ‘তৃণমূলের লক্ষ্মী’ বলে সম্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের খোঁচা, ‘ও বিজেপিতে যত থাকবে, ততই বিজেপির অবস্থা খারাপ হবে’।
উত্তর দিনাজপুরের করণদিঘির সভামঞ্চ থেকে অভিষেকের খোঁচা, ‘ও তৃণমূলের লক্ষ্মী, ও বিজেপিতে যত থাকবে, ততই বিজেপির অবস্থা খারাপ হবে। এমনিতে শনির দশা চলছিল, ও ঢোকার পর রাহু ও কেতু দুটোর দশাই সংযোজিত হয়েছে। ও যত থাকবে তৃণমূলের লক্ষ্মী, খুব ভাল’। কিছুদিন আগেই নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ও তারপর রাজবংশী যুবককে গুলি করে খুনের অভিযোগে উত্তাল হয়েছিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। এদিন করণদিঘির সভার পর হেমতাবাদে এক রাজবংশী বাড়ির দাওয়ায় বসে তাঁদের সঙ্গে কথা বলার পাশাপাশি সন্ধে বেলা তাঁদের সঙ্গে চা খাওয়াতেও যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।