আজ আইপিএলের হাজারতম ম্যাচে রেকর্ডের সামনে সূর্য-অশ্বিনরা

মুম্বই, ৩০ এপ্রিল(হি.স.) : আজ রবিবারের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ। মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়েলস। এই ম্যাচে দুই দলের ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন।

১) সূর্যকুমার যাদব :

আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সূর্যকুমার যাদব নিজের টি-২০ ক্রিকেট কেরিয়ারের ২৫০তম ম্যাচে খেলতে নামবেন। টি-২০ ক্রিকেটে ২৫০টি ছয়ের রেকর্ড থেকে ৩টি ছয় দূরে রয়েছেন তিনি। এছাড়া আইপিএলে ৩০০টি চার পূর্ণ করতে সূর্যকুমারের চাই আর মাত্র ১টি চার।
২) তিলক ভার্মা :
আইপিএলে ৫০টি চার থেকে ৪টি চার দূরে রয়েছেন মুম্বইয়ের তরুণ তুর্কি তিলক ভার্মা।

৩) জেসন বেহরেনডর্ফ : টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের রেকর্ড পূর্ণ করতে হলে জেসন বেহরেনডর্ফের প্রয়োজন আর ৪টি উইকেট।

৪) জোফ্রা আর্চার : আইপিএলে ৫০তম উইকেট নিতে মুম্বই ইন্ডিয়ান্সের জোফ্রা আর্চারের প্রয়োজন আর ৩টি উইকেট।

৫) জস বাটলার :

আইপিএলে ১৫০টি ছয়ের রেকর্ড পূর্ণ করতে আর ৬টি ছয় দূরে রয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার।
৬) রবিচন্দ্রন অশ্বিন:
আইপিএলের সর্বাধিক উইকেটশিকারী হতে হলে রবিচন্দ্রন অশ্বিনের এখনও প্রয়োজন ৩টি উইকেট। এই তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন অমিত মিশ্র ও লাসিথ মালিঙ্গা। এর পাশাপাশি টি-২০ ক্রিকেটে ৩০০টি উইকেট পূর্ণ করা থেকে ২ উইকেট দূরে রয়েছেন অশ্বিন।

৭) যশস্বী জসওয়াল :

টি-২০ ক্রিকেটে ৫০টি ছয়ের রেকর্ড পূর্ণ হওয়া থেকে ২টি ছয় দূরে রয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জসওয়াল।
৮) সঞ্জু স্যামসন : আইপিএলে ৩০০টি চারের রেকর্ড পূর্ণ হওয়া থেকে ৭টি চার দূরে রয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন।