শিলিগুড়ি, ৩০ এপ্রিল (হি.স.) : ফুলবাড়ী টোল গেট এলাকায় অভিযান চালিয়ে একটি লরি থেকে গরু জব্দ করেছে এনজেপি থানার পুলিশ। এ ঘটনায় দুই পাচারকারীকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত চোরাকারবারিদের নাম আব্দুর রহিম ও সাকি আনোয়ার।
রবিবার, এনজেপি থানা থেকে বলা হয়েছে যে গভীর রাতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের দল ফুলবাড়ী টোল গেট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি লরিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় লরি থেকে ৩৬টি গবাদি পশু উদ্ধার করা হয়। চালকের কাছে গরু সংক্রান্ত কাগজপত্র চাওয়া হলে তিনি দেখাতে পারেননি। এরপর আইনগত ব্যবস্থা নিয়ে গরুসহ লরিটি জব্দ করা হয়। একই সঙ্গে গরু পাচারের অভিযোগে চালক ও হেলপারকেও গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

