টেক্সাস, ৩০ এপ্রিল(হি.স.) : ফের রক্ত ঝড়ল মার্কিন যুক্তরাষ্ট্রে। টেক্সাসের ক্লিভল্যান্ডের একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে ৮ বছর বয়সী শিশু সহ ৫ জন নিহত হয়েছেন। শনিবার সান জ্যাকিন্টো কাউন্টি শেরিফের কার্যালয়ের পক্ষ থেকে এখবর জানানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তবে মনে করা হচ্ছে তাঁরা হন্ডুরাস থেকে এসেছিল। এদিন সন্দেহভাজন হামলাকারী রাইফেল দিয়ে গুলি চালান। হামলার পরই তারা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে।
পুলিশ সূত্রের খবর, স্থানীয় সময় শুক্রবার সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনা সম্পর্কে জানতে পারে। পরে পুলিশ গিয়ে দেখে, গুলিবিদ্ধ অবস্থায় মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। হামলার সময় বাড়িতে ১০ জন মানুষ ছিল। হামলায় জড়িত সন্দেহে মেক্সিকোর এক নাগরিককে খুঁজছে পুলিশ। হামলার সময় তিনি মদ্যপ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে নিহত সবাই হন্ডুরাসের নাগরিক বলে জানা গেছে। তবে তাঁদের পুরো পরিচয় জানায়নি পুলিশ। এমনকি হামলাকারীর সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক আছে কি না, তাও জানা যায়নি।

