আজমগড়, ৩০ এপ্রিল(হি.স.) : উত্তরপ্রদেশের আজমগড় জেলার আহরাউলা থানা এলাকায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে বাঁশ বোঝাই ট্রাক্টর ট্রেলারে একটি বোলেরো ধাক্কা মারে। দুর্ঘটনায় তিন মহিলাসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। পুলিশ সুপার (শহর) শৈলেন্দ্র লাল খবর নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার রাতে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ২১৩ নম্বর মাইলস্টোনের কাছে। একটি বলেরো গাড়ি লখনউ থেকে গাজিপুরের দিকে যাচ্ছিল। পেছন থেকে বাঁশ বোঝাই ট্রাক্টর-ট্রলিতে ঢুকে পড়লে দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহতরা সবাই দেওরিয়া জেলার মহুয়াডিহের বাসিন্দা। পুলিশ সুপার শৈলেন্দ্র লাল জানান, ট্রাক্টর চালককে আটক করা হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

