বেঙ্গালুরু, ৩০ এপ্রিল(হি.স.) : শনিবার থেকে কর্ণাটকে ‘বাড়ি থেকে ভোট’ শুরু হয়েছে। এবার বড় উদ্যোগ নিয়ে ৮০ বছরের বেশি বয়সী ভোটার এবং প্রতিবন্ধীদের জন্য এই সুবিধা চালু করেছে নির্বাচন কমিশন। কমিশনের কর্মী ও পোলিং এজেন্টদের পাঁচ সদস্যের একটি দল এ ধরনের ভোটারদের বাড়িতে পৌঁছে যাচ্ছে। জনগণ কমিশনের নির্ধারিত ব্যালট পেপারে গোপনে ভোট দিচ্ছেন, খামে রেখে দলের হাতে তুলে দিচ্ছেন। এ প্রক্রিয়া চলবে ৬ মে পর্যন্ত। রাজ্যে ২২৪ সদস্যের বিধানসভার জন্য ১০ মে ভোট হবে। আগামী ১৩ মে ফলাফল ঘোষণা হবে।
2023-04-30

