নির্বাচনী রাজ্য কর্ণাটকে ‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ

লখনউ, ৩০ এপ্রিল(হি.স.) : রবিবার কর্ণাটকে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১০০তম পর্ব শুনলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কর্ণাটকের বেশ কয়েকটি জেলায় নির্বাচনী জনসভায় ভাষণ দিতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী যোগী।

মুখ্যমন্ত্রী কপ্পাল জেলার গঙ্গাবতী বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভার আগে ‘মন কি বাত’-এর সম্প্রচার শোনেন। মুখ্যমন্ত্রী যোগী বলেন, ‘মন কি বাত’ সর্বদা প্রেরণাদায়ক এবং ইতিবাচকতার প্রচার করে। দেশ ও সমাজকে ঐক্যের সুতোয় আবদ্ধ করতে এই কর্মসূচি যুক্ত হয়েছিল, কিন্তু আজ তা গণআন্দোলনে পরিণত হয়েছে।
অন্যদিকে, উত্তর প্রদেশের রাজভবনে রাজ্যপাল আনন্দী বেন প্যাটেলও মন কি বাত অনুষ্ঠানের শততম পর্ব শোনেন। এই সময় রাজ্যপাল প্যাটেল অন্নপূর্ণা হলে ‘মন কি বাত’ এবং ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর উপর ভিত্তি করে একটি ছবি প্রদর্শনীরও উদ্বোধন করেন।