বার্সেলোনা, ৩০ এপ্রিল(হি.স.) : বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে অর্থ দেয়ার অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। জানিয়েছে ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)। তাতে লা লিগার রেফারিজ কমিটির সভাপতি হোসে মারিয়া নেগ্রেইরাকে অর্থ দেওয়ার অভিযোগ থেকে মুক্তি পেল স্প্যানিশ ক্লাবটি।
বার্সেলোনার বিরুদ্ধে যেহেতু অভিযোগের কোনো প্রমাণ মেলেনি, সেহেতু আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলায় কোনো বাধা রইল না। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে উয়েফার ডিসিপ্লিনারি কমিটি এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করবে বলেও জানানো হয়েছে।
সম্প্রতি আর্থিক দীনতায় একেবারে নুয়ে পড়ার দশা স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। ক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ বিক্রির মতো সিদ্ধান্তের মাঝেই ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছিল রেফারিজ কমিটিকে অর্থ দেওয়ার বিষয়টি।